দ্বিতীয়বার বিয়ের আসরে বসতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। বৃহস্পতিবার চণ্ডীগড়ে নিজের বাসভবনে বিয়ে করতে চলেছেন তিনি। পাত্রী গুরপ্রীত কৌর, ভগবন্তের প্রাক্তন লোকসভা কেন্দ্র সংরুরের চিকিৎসক। জানা গিয়েছে, নিজের কাছের মানুষদের উপস্থিতেই সারবেন বাগদান পর্ব।
সূত্রের খবর, প্রথম পক্ষের স্ত্রী বর্তমানে তাঁদের দুই সন্তানকে নিয়ে আমেরিকায় আছেন। ছয় বছর আগে রাজনৈতিক কারণেই বিবাহবিচ্ছেদ ঘটেছিল। অতিথিদের মধ্যে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।
৪৮ বছরের ভগবন্ত মান দ্বিতীয়বার সংসার শুরু করতে চলেছেন। অনাড়ম্বর এই বিবাহ অনুষ্ঠানের সমস্ত খরচ নিজেই করবেন বলে মানের বিশিষ্ট মহল সূত্রে খবর। রাজনীতিতে আসার আগে তিনি গায়ক তথা কৌতুকাভিনেতা ছিলেন। ২০১৪ সালে লোকসভা ভোটে সংরুর থেকে জেতার পরে ভগবন্ত পেশা ছেড়ে রাজনীতিতে যোগ দেন। আর এ বিষয়ে ঘোর আপত্তি ছিল স্ত্রীর। এর জেরেই ভেঙে যায় তাঁদের সংসার।