দেশের প্রধানমন্ত্রী মাটি থেকে কি তুলছেন? একটু লক্ষ্য করতেই দেখা গেল তিনি একটি জায়গা পরিস্কার করছেন। নেট মাধ্যমে এই দৃশ্য হল ভাইরাল। পিএমও টুইটার অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও পোস্ট করা হয় রবিবার। সেই ছবিতে পরিস্কার দেখা যাচ্ছে তিনি কিছু একটা তুলছেন মাটি থেকে। কিন্তু কেন? ঠিক কী হয়েছিল?
সূত্রের খবর, রবিবার সকালে দিল্লিতে প্রগতি ময়দান এলাকায় ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোরের অধীনে নির্মিত সদ্য চালু হওয়া আইটিপিও ভূগর্ভস্থ টানেল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাঁটতে হাঁটতে রাস্তায় পড়ে থাকা বেশকিছু ছোট প্যাকেট ও খালি জলের বোতল নিজেই কুড়িয়ে তুলছেন। এ হেন রাজনৈতিক ব্যক্তিত্বের এই ছবি নেটমাধ্যমে মুহুর্তে হল ভাইরাল।
#WATCH | Prime Minister Narendra Modi picks up litter at the newly launched ITPO tunnel built under Pragati Maidan Integrated Transit Corridor, in Delhi
— ANI (@ANI) June 19, 2022
(Source: PMO) pic.twitter.com/mlbiTy0TsR
উল্লেখ্য,২০১৪ সালের ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করেন। ওই বছর ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। সেদিন নতুন দিল্লির রাজঘাট সমাধি পরিসরে আয়োজিত একটি জনসভায় তার ভাষণে তিনি দেশের জনগণকে এই প্রকল্পে সামিল হওয়ার জন্য আবেদন করেন।
এদিনও প্রধানমন্ত্রী দেশের জনগণকে এর মাধ্যমে স্বচ্ছ ভারতের বার্তা দিলেন।