২৩ এপ্রিল, ২০২৪

Mumbai: ১ লক্ষ টাকা ঘুষ চেয়ে সাহায্যের আশ্বাস, হাতেনাতে ধরা পড়ল খোদ মুম্বই ইনস্পেক্টর
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-26 16:48:46   Share:   

অভিযুক্তকে সাহায্যের আশ্বাস দিয়ে তাঁর থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার (Arrested) করা হয় মুম্বই (Mumbai) পুলিসের এক ইনস্পেক্টরকে (Inspector)। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ইনস্পেক্টর ধারাভি থানায় কর্মরত। বয়স ৫৩ বছর। 

আর্থিক প্রতারণায় অভিযুক্তের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নামে ১ লক্ষ টাকা কিংবা আইফোন চেয়েছিলেন ওই ইনস্পেক্টর। তবে দর নিয়ে কষাকষি হওয়ায় ১ লক্ষ থেকে তা ৪০ হাজার টাকায় গিয়ে পৌঁছয়। সেই ৪০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ওই ইনস্পেক্টর।

খবর, শুক্রবার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মুম্বই পুলিসের ওই ইনস্পেক্টরকে। অভিযোগকারী জানিয়েছেন, ২০২২ সালের নভেম্বর মাসে জালিয়াতি এবং আর্থিক প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অবশ্য পরে জামিন পেয়ে যান তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলায় করা হয়। সেখান থেকে মুক্ত করার প্রস্তাব দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন ওই ইনস্পেক্টর। তবে সাহায্যের বিনিময়ে ১ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।


Follow us on :