২৫ এপ্রিল, ২০২৪

Rajiv: রাজীব হত্যাকাণ্ডে যাবজ্জীবন প্রাপ্ত নলিনী-সহ ৬ জনকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-11 14:12:43   Share:   

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে অবশেষে মুক্তি পাচ্ছেন রাজীব গান্ধী (Rajiv Gandhi) হত্যার সঙ্গে যুক্ত অপরাধীরা। ওই মামলায় সাজাপ্রাপ্ত নলিনী, শ্রীহরণ, রবিচন্দ্রন, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমারকে শুক্রবার মুক্তির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে গত মে মাসে মুক্তি দিয়েচে সুপ্রিম কোর্ট। নলিনী-সহ অন্য দোষীরাও রাজীব হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তাঁরা ২৩ বছর বা তারও বেশি সময় ধরে জেলবন্দি।

১৯৯১-এর ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরমবুদুরে একটি নির্বাচনী সভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল। পরে জানা যায়, এলটিটিই-র ধানু নামে এক মহিলা আত্মঘাতী জঙ্গি বোমার সঙ্গে উড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ঘটনায় সাত জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন যায়। সেই বিষয়ে সিদ্ধান্ত হতে দেরি হওয়ায় ২০১৪-য় সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে বদলে দিয়েছিল।


Follow us on :