২৫ এপ্রিল, ২০২৪

DA: আবেদনে ত্রুটি, রাজ্যের ডিএ মামলা গ্রহণই করল না সুপ্রিম কোর্ট! ফের ঝুলে মহার্ঘ ভাতা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-07 13:07:34   Share:   

ডিএ বা মহার্ঘ ভাতা (DA Case) মামলায় রাজ্যের আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। আবেদনে ত্রুটি এই যুক্তি দেখিয়ে আবার নব্বই দিন পর আবেদন করতে নির্দেশ মমতা সরকারকে (Mamata Government)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন (SLP) দাখিল করেছিল রাজ্য। সেই আবেদনই ত্রুটির কারণে খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

এদিকে, প্রথম স্যাট এবং পরে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছিল কেন্দ্রীয় হারে ডিএ সরকারী কর্মীকে দিতেই হবে। মে মাসে হাইকোর্ট রায় দিয়েছিল আগামি তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ডিএ নিয়ে কোনও উচ্চবাচ্চ্য করেনি নবান্ন। ফলে আদালত অবমাননার মামলা সরকারী কর্মী সংগঠনের তরফে করা হয়েছিল হাইকোর্টে। সেই মামলাতেও ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার।

কিন্তু ডিএ জটের জল ফের সুপ্রিম কোর্টে গড়ানোয় বিশ বাঁও জলে সরকারী কর্মীদের প্রাপ্য। এমনটাই মনে করছেন আইনজ্ঞরা। তবে এই টানাপোড়েনের শেষ দেখে ছাড়বেন সরকারী কর্মীরা, এমনটাই জানিয়েছে তাদের সংগঠন।


Follow us on :