২৬ এপ্রিল, ২০২৪

DA: ফের দু'মাসের অপেক্ষা, সুপ্রিম কোর্টে ১৫ মার্চ পর্যন্ত পিছলো ডিএ মামলার শুনানি
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-16 14:34:25   Share:   

ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল বাংলার ডিএ বা মহার্ঘ ভাতা (DA Case) মামলার শুনানি। রাজ্যের হলফনামায় ত্রুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত শীর্ষ আদালতে পিছিয়েছে শুনানি। সোমবার বিচারপতি ডি মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশনে বেঞ্চে এই মামলা ওঠে। বাংলার সরকারি কর্মীদের বহুদিনের প্রাপ্য এই বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেবে দেশের সুপ্রিম কোর্ট। এই আশায় নতুন বছর থেকে বুকে আশা বাঁধতে শুরু করেন সরকারি কর্মীরা (Government Employee)। কিন্তু দু'মাস শুনানি পিছিয়ে যাওয়ায় ফের হতাশ হলেন তাঁরা।

ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। ৫ ডিসেম্বর থেকে শুনানি পিছিয়ে করা হয়েছিল ১৪ ডিসেম্বর। সেদিন দুই বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত এবং হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। কিন্তু সরে দাঁড়ান বিচারপতি দত্ত।

ফলে নতুন করে বেঞ্চ পুনর্গঠন হয় এবং জানুয়ারির ১৬ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করে শীর্ষ আদালত। এদিনও পিছিয়ে গেল শুনানি। ফলে আরও ৬০ দিনের অপেক্ষা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর।


Follow us on :