২৯ মার্চ, ২০২৪

Dog: কেরলের মন্দিরে পুজো দিতে গিয়ে পথকুকুরের কামড়, জখম এক কিশোরী-সহ ৭
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-02 19:01:19   Share:   

পথকুকুরদের হামলায় অতিষ্ঠ কয়েকজন নানাভাবে বিহিত চান। পথকুকুরদের কামড়ানোর ঘটনা নিয়ে মামলাও কম হয়নি। একাধিক জায়গায় মালিককে কড়া জরিমানার মুখে পড়তে হয়েছে। এবার ফের কেরলে পথকুকুরের আক্রমণে আহত হলেন ৭ জন। আহতদের মধ্যে রয়েছে ১২ বছরের এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নতুন বছরের শুরুতে রবিবার কোল্লামে।

স্থানীয় সূত্রে খবর, সেখানকার এক মন্দিরের সামনে কুকুরদের আক্রমণের মুখে পড়েন ৭ জন। ৩১ শে ডিসেম্বর ও ১লা জানুয়ারি এই দু’দিন কোল্লামের শ্রীধর্ম শাস্তা মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল। পুলিস জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মন্দিরের সামনে ওই পুণ্যার্থীদের উপর চড়াও হয় কুকুরটি। ওই ৭ জন ভক্ত অন্য রাজ্যের বাসিন্দা। ১২ বছরের কিশোরী-সহ বাকি ভক্তদের কুলাথুপুজা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। মেয়েটির নাম অভিরামি। আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। তাঁদের পুনালুর তালুক হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের দিকে যখন কুকুরটি ছুটে যায়। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীরা পুণ্যার্থীদের বাঁচাতে ছুটে যান। উল্টে তাঁদের দিকেও তাড়া করে পথকুকুর।


Follow us on :