দেশের আঞ্চলিক জলসীমার মধ্যে চোরাচালানের অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনীর (Sri Lankan Navy) হাতে গ্রেফতার (arrested) ছয় ভারতীয় জেলে (Indian fishermen)। পাশাপাশি ওই অভিযুক্তদের ট্রলারও বাজেয়াপ্ত (seized trawlers) করেছে। দ্বীপরাষ্ট্র এক সরকারি বিবৃতিতে বলেছে, একমাসের মধ্যে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটেছে।
নৌবাহিনী বিবৃতিতে জানিয়েছে, মান্নার দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অবস্থিত তালাইমান্নার থেকে শনিবার জেলেদের গ্রেফতার করা হয়। তালাইমান্নারে নৌ হেফাজতে থাকা জেলেদের মান্নারে মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ২২ শে অগাস্ট শ্রীলঙ্কার জলসীমায় চোরাচালানের অভিযোগে ১০ জন ভারতীয় জেলেকে গ্রেফতার করা হয়েছিল। জেলেদের এই ইস্যুটি ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের মধ্যে একটি বিতর্কিত বিষয়। যেখানে লঙ্কান নৌবাহিনীর কর্মীরা ভারতীয় জেলেদের উপর গুলি চালায় এবং শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশের একাধিক অভিযোগে তাদের নৌকা আটক করে।
প্রসঙ্গত, পক প্রণালী, যা শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুকে আলাদা করে রেখেছে। এটি উভয় দেশের জেলেদের জন্য মাছ ধরার একটি সমৃদ্ধ জায়গা।