২০ এপ্রিল, ২০২৪

Ravi Shankar: তড়িঘড়ি তামিলনাড়ুর গ্রামে রবি শঙ্করের কপ্টারের জরুরি অবতরণ!
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-26 11:54:23   Share:   

অল্পের জন্য বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন অধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর (Sri Sri Ravishankar)। তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুপুর থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে হেলিকপ্টারে যাচ্ছিলেন তিনি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে জরুরি অবতরণ (Emergency Landing) করে হেলিকপ্টারটি। তিনি এখন সুস্থ রয়েছেন। বড় দুর্ঘটনা ঘটার আগেই চালকের উপস্থিত বুদ্ধির জেরে দুর্ঘটনা থেকে রক্ষা পান গুরু রবিশঙ্কর।

ঘটনাটি ঘটেছে বুধবার। পরিস্থিতি বেগতিক বুঝে তামিলনাড়ুর ইরোড জেলার সত্যমঙ্গলম নামের এক আদিবাসী গ্রামে জরুরি অবতরণ করতে বাধ্য হন হেলিকপ্টার চালক। 

রবিশঙ্কর ছাড়াও হেলিকপ্টারে আরও চার যাত্রী ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, সকলেই সুস্থ আছেন। কারও কোনও আঘাত লাগেনি। যদিও অবতরণ করার পর ৫০ মিনিট অপেক্ষা করে ফের গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যান প্রত্যেকে।

তথ্য অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ‘আর্ট অফ লিভিং’-র প্রতিষ্ঠাতার ভক্তরা। পরে অবশ্য ‘আর্ট অফ লিভিং’-এর তরফে জানানো হয়,   “গুরুদেব ভাল আছেন। চিন্তার কোনও কারণ নেই।”


Follow us on :