সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) বিরোধী আন্দোলেনের (Protest) সময় ২০২০-র ২৩ ফেব্রুয়ারি বিকেলে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ-মৌজপুর এলাকা। ২০২০ সালে দিল্লি হিংসায় (Delhi Riots) নাম জড়িয়েছিল মহম্মদ শাহরুখ পাঠান নামে এক যুবকের। একটা ছবি ছড়িয়ে পড়েছিল চারদিকে। অভিযোগ, সেই ছবিতেই দেখা যাচ্ছিল, পুলিসের (Police) দিকে বন্দুক উঁচিয়ে রয়েছেন এক যুবক।
নিন্দার ঝড় উঠেছিল চারদিকে। যদিও তাঁর আইনজীবী দাবি করেন, পাঠানের পুলিশকে হত্যা করার কোনও উদ্দেশ্য ছিল না। তিনি বাতাসে গুলি চালিয়েছিলেন। দিল্লি হিংসায় অন্যতম অভিযুক্ত এই শাহরুখ।
গত ২৩ মে শাহরুখকে চার ঘণ্টা প্যারোল দেওয়া হয়েছিল। সেই প্যারোলে বাড়ি ফিরতেই হইহই করে তাঁকে স্বাগত জানাল সমর্থকরা। রীতিমতো জামাই আদরে ভরিয়ে তোলা হল তাঁকে। তাঁর ৬৫ বছর বয়সী অসুস্থ বাবার সঙ্গে দেখা করতে বাড়ি ফিরেছিলেন তিনি। এনআইএ একটি ভিডিও টুইট করেছে, যেখানে দেখা যাচ্ছে, জেল থেকে বেরিয়ে বীরের মতো বাড়ির পথে এগিয়ে চলেছেন শাহরুখ। আর তাঁর আশপাশে শয়ে শয়ে সমর্থক তাঁর নামে জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছেন। শাহরুখের বাড়ির গলিতে যেন উৎসবের মেজাজ।