০৫ অক্টোবর, ২০২৩

Accident: কুলুতে গভীর খাদে স্কুলবাস, মৃত স্কুলপড়ুয়া সহ অন্তত ১৬
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

ফের হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। এবার দুর্ঘটনাস্থল কুলু। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় একটি স্কুলবাস। ওই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। মৃতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন স্কুলপড়ুয়া।

কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে মৃতদেহ উদ্ধারের কাছ। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বাসটিতে কমপক্ষে ৪০ পড়ুয়া ছিল বলে জানিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। নিওলি থেকে সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিল দুর্ঘটনার কবলে পড়া বাসটি। কিছদূর গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। যার ফলে রাস্তা থেকে গভীর খাদে গড়িয়ে পড়ে বাসটি।


Follow us on :