১৭ এপ্রিল, ২০২৪

Express: অল্পের জন্য রক্ষা! চলন্ত অবস্থাতেই ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল মহাবোধী এক্সপ্রেসের বগি
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-04 11:59:45   Share:   

একটুর জন্য রক্ষা। নাহলে ফের বড়সড় ট্রেন দুর্ঘটনার (Train Accident) কবলে পড়তে হত যাত্রীদের। চলন্ত অবস্থাতেই গয়া থেকে দিল্লিগামী মহাবোধী এক্সপ্রেসের (Mahabodhi Express) দুটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার বিহারের (Bihar) রোহতাস জেলার দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে ব্লকে সাসারাম এবং কারাবান্দিয়া স্টেশনে মাঝে দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কেউ হতাহত হননি। রিপোর্ট অনুযায়ী, ট্রেনটি প্রায় ৪২ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর পেয়ে তড়িঘড়ি রেলের ইঞ্জিনিয়াররা চলে আসে। এরপর বগিটিকে সংযুক্ত করে দেয় এবং রওনা দেয় গন্তব্যস্থলের উদ্দেশ্যে।

আচমকা ইঞ্জিন থেকে বগি দুটি আলাদা হয়ে যায়। আর তা গার্ডের নজরে আসতেই চালককে সাবধান করেন। চালক ট্রেন থামিয়ে দেন। ঘটনাস্থলে পৌঁছেছে RPF এবং GRP-এর একটি দলও।

উল্লেখ্য, এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী টিম। রেল সূত্রে জানানো হয়েছে, এর পিছনে কার গাফিলতি রয়েছে, তাও তদন্ত করে দেখা হবে।


Follow us on :