২০ এপ্রিল, ২০২৪

Yatra: কংগ্রেস-বিজেপি থেকে সমদূরত্ব, রাহুলের ভারত জোড়ো যাত্রায় থাকছে না অখিলেশের দল
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-30 11:03:27   Share:   

কংগ্রেস এবং বিজেপি সমান, এই যুক্তি দেখিয়ে রাহুল গান্ধীর ডাকা ‘ভারত জোড়ো যাত্রা’ থেকে দূরত্ব বজায়ের নীতি সমাজবাদী পার্টির। উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল সপার প্রধান অখিলেশ যাদব কংগ্রেস ও বিজেপিকে একই সারিতে বসিয়েছেন। যদিও ২০১৭-র বিধানসভা নির্বাচনে জোট বেঁধে ল়ড়েছে এই হাত এবং সাইকেল শিবির। কিন্তু আশানুরূপ ফল হয়নি কোনও দলেরই।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের তরফে অখিলেশকে ভারত জোড়ো যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে মুলায়ম-পুত্র জানান, 'আপনাদের (সাংবাদিকদের) কারও কাছে যদি আমন্ত্রণপত্র এসে থাকে, তবে দয়া করে সেটা আমায় পাঠিয়ে দেবেন।'

সাময়িক বিরতির পর আগামী ৩ জানুয়ারি থেকে আবার শুরু ভারত জোড়ো যাত্রা। দিল্লির সীমানা পেরিয়ে প্রথমেই উত্তরপ্রদেশে পৌঁছবে এই পদযাত্রা। কংগ্রেস শিবিরের এখনও আশা সমাজবাদী পার্টির তরফে কেউ না কেউ পদযাত্রায় অংশ নেবেন।


Follow us on :