২৫ এপ্রিল, ২০২৪

Accident: তীর্থযাত্রা থেকে ফেরার পথে পুকুরে পুন্যার্থী বোঝাই গাড়ি, শিশু-মহিলা সহ মৃত ২৬
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-02 12:42:05   Share:   

তীর্থযাত্রা (Pilgrimage) সেরে ফেরার পথে শনিবার রাতে কানপুরে (Kanpur Accident) পথদুর্ঘটনা। মৃত (Death) অন্তত ২৬ পুন্যার্থী, গুরুতর জখম ২০ জন। মৃতদের বেশিরভাগ মহিলা এবং শিশু। জানা গিয়েছে, তীর্থযাত্রীদের নিয়ে পুন্যার্থী বোঝাই গাড়ি পুকুরে উলটে গেলে এই মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টর টলি উন্নাওয়ের চন্দ্রিকা মন্দির থেকে ৫০ জনকে নিয়ে ফিরছিল। কানপুরের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তারপর একটি পুকুরে পড়ে যায়।

পুলিস সূত্রে খবর, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। খালি হাতেই পুকুর থেকে একের পর এক মৃতদেহ তুলেছেন তাঁরা। পরে পুলিস এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠায়। 

এই ঘটনায় পর শনিবার রাতে শোক প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দেন তিনি। এই ঘটনায় শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।


Follow us on :