ধর্ষণ যেন কোনওভাবেই রোখা যাচ্ছে না। সমাজের নিকষ কালো দিকটা বেরিয়ে পড়ছে বারবার। প্রতিবাদে সোচ্চার হচ্ছেন অনেকেই। কোনও কোনও ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না এই জঘণ্য অপরাধ। ফের এক পৈশাচিক কাণ্ড সামনে এল। গৃহবধূকে ধর্ষণ করে খুন করেই ক্ষান্ত হয়নি ধর্ষক! নিথর দেহটার সঙ্গেও যৌনতায় লিপ্ত হয় সে। এমনই অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। গোটা ঘটনায় স্তম্ভিত পুলিস-প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ।
হায়দরাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে চটুপ্পাল শহরে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। জানা গিয়েছে, ওই মৃত গৃহবধূর স্বামী একটি কলেজে নিরাপত্তারক্ষীর কাজ করেন। স্বামীর সঙ্গে থাকতেন ওই গৃহবধূ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মহিলার উপর নজর রাখছিল ২৫ বছরের অভিযুক্ত যুবক। গত সোমবার, ৯ মে সুযোগ বুঝে মহিলার উপর হামলা চালায় অভিযুক্ত। প্রথমে, খুনের হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণ করে। ১ ঘণ্টার মধ্যে মহিলাকে খুনও করে সে। এতেও শেষ হয়নি তার নক্ক্যারজনক অত্যাচার। মহিলার মৃতদেহের সঙ্গে সঙ্গম করে ওই অভিযুক্ত।
পুলিস সূত্রে খবর, মহিলার সঙ্গে বর্বরোচিত কাজের পর, তাঁর গা থেকে সমস্ত গয়না খুলে নেয় অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। ১১মে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে মহিলার গয়না উদ্ধার হয়েছে। পুলিসি জেরার মুখে ওই ঘটনার কথা অভিযুক্ত স্বীকার করেছে বলে জানা গিয়েছে।