২৩ এপ্রিল, ২০২৪

Nepal: প্রবল বৃষ্টিতে জলের তলায় নেপাল, এখনও পর্যন্ত মৃত ১০, নিখোঁজ ডজনের বেশি
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-17 17:01:21   Share:   

টানা ভারী বৃষ্টিতে (Heavy Rain) জলের তলায় নেপালের (Nepal) পশ্চিমে অবস্থিত আছাম জেলার বিভিন্ন জায়গা। এরই মধ্যে শনিবার ভূমিধসের ফলে অন্তত ১৪ জনের মৃত্যু (Death) হয়েছে। এখনও ১০ জন নিখোঁজ (Missing) রয়েছেন। এখনও চলছে উদ্ধারকাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনী নিখোঁজ মানুষদের খোঁজ চালাচ্ছেন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্যোগ ঘটেছে যে জেলায় তা নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৫০ কিমি পশ্চিমে অবস্থিত। মাটির বাড়ি একেবারে ধূলিসাৎ  হয়ে গিয়েছে।

অন্যদিকে, নেপালের পূর্ব কৈলালী জেলায় বন্যায় তলিয়ে গিয়েছে ৬০০ বাড়ি। বন্যা কবলিত লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এছাড়াও, নেপালের দারচুলা জেলার বঙ্গবগাদ এলাকায় গত শনিবার বন্যা ও ভূমিধসে অন্তত ২ জন নিহত ও ১১ জন নিখোঁজ হয়েছেন। অবিরাম বর্ষণের ফলে নেপালের লস্কু ও মহাকালী নদী প্লাবিত হওয়ার ফলে বিস্তীর্ণ অংশ বন্যার কবলে পড়েছে। টানা বর্ষণে বন্যা এবং ধস নামার ফলে এসব জেলার বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ-সড়ক বিঘ্নিত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।


Follow us on :