১৯ এপ্রিল, ২০২৪

RBI: ভারতীয় ব্যাঙ্কগুলোয় টাকা রাখা এই মুহূর্তে কতটা নিরাপদ, রিজার্ভ ব্যাঙ্কের বিবৃতি কী বলছে
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-03 21:18:24   Share:   

হিন্ডেনবার্গ রিপোর্টের (Hindenburg Report) উপর ভিত্তি তৈরি হওয়া আদানি কাণ্ডের (Adani Row) জেরে ব্যাঙ্কে রাখা টাকা কতটা নিরাপদ? সে নিয়ে স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন সাধারণ মানুষ। জীবনের শেষ সঞ্চয় তাঁরা কিছু সুদের জন্য ব্যাঙ্কেই (Bank Report) গচ্ছিত রাখেন। তাই আমানতকারী তথা আম আদমিকে সুরাহা দিতে বিবৃতি প্রকাশ রিজার্ভ ব্যাঙ্কের। বিজ্ঞপ্তিতে আরবিআই লিখেছে, 'ভারতের ব্যাঙ্কগুলি নিরাপদ-সুরক্ষিত। প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।'

শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে আরবিআইয়ের সংযোজন, 'সংবাদমাধ্যমের প্রতিবেদনে একটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে ভারতীয় ব্যাঙ্কগুলির সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার চিত্র উঠে এসেছে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়ন্ত্রক এবং নজরদার হিসাবে আরবিআই ব্যাঙ্কিং ক্ষেত্রের উপর প্রতিনিয়ত নজরদারি চালিয়ে যাচ্ছে।'

গত সপ্তাহে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে ক্রমাগত পড়ছে আদানিদের শেয়ারের দর। এমনকি বিশ্ব ধন কুবেরদের ক্রমতালিকায় নিচে নামছেন গৌতম আদানি। এই মুহূর্তে দেশের বিত্তবান ব্যক্তি মুকেশ আম্বানি। এই পরিস্থিতিতে বুধবার রাতে আদানি এন্টারপ্রাইস ২০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ছাড়ার প্রক্রিয়া (এফপিও) এফপিও  স্থগিতের কথা ঘোষণা করেছে।


Follow us on :