২০ এপ্রিল, ২০২৪

Repo rate: ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াল আরবিআই, বাড়তে পারে বাড়ি-গাড়ি ইএমআই
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-30 14:43:33   Share:   

মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে রেপো রেটের (Repo Rate) হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। শীর্ষ ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট বাড়াল রেপো রেট। নতুন এই হার বেড়ে দাঁড়াল ৫.৯০%, ফলে প্রভাবিত হতে পারে বাড়ি-গাড়ি সংক্রান্ত ঋণের ইএমআই (Loan EMI)। অর্থনীতিবিদদের মত, পাইকারি এবং খুচরো বাজারে গত কয়েক মাস ধরে নিরবচ্ছিন্ন বাড়ছে দ্রব্যমূল্য। সেই মূল্যবৃদ্ধিতে রাশ টানতে রেপোরেট বৃদ্ধির সিদ্ধান্ত। কিন্তু বাজারের মূল্য নিয়ন্ত্রণ করতে গিয়ে উৎসবের মরশুমে মধ্যবিত্তের উপর বাড়তি চাপ দিল না তো? 

রেপো রেট আদতে যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক। গত চার মাসে এই নিয়ে চতুর্থ বার রেপো রেট বাড়াল আরবিআই। এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্তের নেতৃত্বে গঠিত মনিটারি পলিসি কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

লকডাউনের সময় ২০২০ সালের মার্চে শেষবার রেপো রেটের হার কমেছিল। তারপর দীর্ঘ সময় স্থিতাবস্থা বজায় রেখেছে আরবিআই। ২০২২-র মে মাসে প্রথম রেপো রেট বৃদ্ধি করে শীর্ষ ব্যাঙ্ক। এই নিয়ে গত চার মাসে ১৯০ বেসিস পয়েন্ট বাড়ল আরবিআইয়ের রেপো রেট।


Follow us on :