২০ এপ্রিল, ২০২৪

Punjab: পুলিসের সামনে দিয়েই বাইকে চড়ে পালালেন খলিস্তানপন্থী অমৃতপাল, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-19 17:34:37   Share:   

পঞ্জাবের (Punjab) বিচ্ছিন্নতাকামী, খলিস্তানপন্থী স্বঘোষিত নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) পলাতক। তাঁর কনভয়ের পিছুও নিয়েছিল বিশাল পুলিসবাহিনী (Police)। রাজ্য পুলিসের সেই বাহিনীতে ছিলেন সাত জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা। তবে জানা গিয়েছে, এত কড়া নিরাপত্তা সত্ত্বেও পুলিসের চোখের সামনে দিয়েই বাইকে চড়ে পালিয়ে গিয়েছেন অমৃতপাল।   

জানা গিয়েছে, 'ওয়ারিস পঞ্জাব দে' নামের একটি চরমপন্থী সংগঠন চালান অমৃতপাল। অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধু এই সংগঠনের সূচনা করেন। তবে গত বছর ফেব্রুয়ারিতে পথদুর্ঘটনায় মৃত্যু হয় দীপের। তারপর থেকেই অমৃতপালের হাতেই ওঠে সংগঠনের রাশ। এমনকি একাধিক ফৌজদারি অভিযোগে অভিযুক্ত ছিলেন অমৃতপাল সিং। সম্প্রতি তিনি পঞ্জাববাসীকে ভুল বার্তা দিয়ে ভুল পথে চালিত করছিলেন বলে অভিযোগ। তাতেই এবার তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হল রাজ্য সরকার। শনিবার থেকেই অমৃতপালকে গ্রেফতারের চেষ্টা করছিল পঞ্জাব পুলিস। শনিবার দুপুর থেকে গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। তবে শেষমেশ পুলিসের হাত ফস্কে পালিয়ে গিয়েছে অমৃতপাল। 

জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই জালন্ধরের শাহকোটে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানাচ্ছিলেন অমৃতপালের পঞ্জাবের উত্তরাধিকারী সংগঠনের নেতা এবং কর্মীরা। লাঠি, তরোয়ার এবং বন্দুক নিয়ে কয়েকশো সমর্থক থানার ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে হামলা চালায়। ফলে জখমও হন বেশ কয়েক জন পুলিসকর্মী। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান। সূত্রের খবর, সেই বৈঠকেই অমৃতপালকে গ্রেফতার করার সিদ্ধান্ত হয়। কিন্তু শনিবার পুলিসের চোখের সামনে থেকেই পালিয়ে গিয়েছেন অমৃতপাল। 

এই ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য জুড়ে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অমৃতপালের অনেক সহযোগী এবং ঘনিষ্ঠদের পুলিসি হেফাজতেও রয়েছেন। এমনকি পঞ্জাব পুলিসের হাতে বন্দি অমৃতপালের অর্থনৈতিক সহায়ক দলজিৎ সিংহ কলসিও। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 


Follow us on :