২৯ মার্চ, ২০২৪

Kerala: খবর পরিবেশনায় 'আপত্তি', সংবাদ সংস্থার অফিসে কেরল পুলিসের হানা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-06 12:19:01   Share:   

দক্ষিণের এক সংবাদ মাধ্যমের অফিসে কেরল পুলিসের হানা। রবিবার সকালে  কোঝিকোড়েতে অবস্থিত মালায়লি ওই সংবাদ সংস্থার দফতরে পৌঁছয় পুলিস। দীর্ঘক্ষণ চলে তল্লাশি, কীসের জন্য তল্লাশি স্পষ্ট নয়। যদিও এশিয়ানেট সেই তল্লাশি অভিযানের ছবি দিয়ে টুইটারে লিখেছে, 'আমাদের সত্য খবর পরিবেশন করার চেষ্টাকে দমিয়ে রাখা যাবে না।'

শিশুদের যৌন হেনস্থা সংক্রান্ত একটি খবরের জেরে গত শুক্রবার এশিয়ানেটের দফতরে আচমকা হাজির হয়েছিল কেরলের শাসক দল সিপিএমের ছাত্র শাখা SFI-র সদস্যরা। ওই সংবাদ সংস্থা ভুয়ো খবর প্রকাশ করছে এই অভিযোগে একরকম গায়ের জোরেই অফিসে ঢুকে পড়েন তারা। অফিসের ভিতরে দাঁড়িয়েই স্লোগান দিতে শুরু করেন। ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসতেই প্রেস ক্লাব অব ইন্ডিয়াও অসন্তোষ প্রকাশ করেছিল।

বিষয়টি কেরল সরকারকে খতিয়ে দেখতেও অনুরোধ করেছিল সর্বভারতীয় সংস্থাটি। এরপর রবিবার সকালে পুলিস এসে হাজির হয় মালয়ালি সংবাদমাধ্যমের দফতরে।



Follow us on :