সোমবার থেকে দুদিনের সফর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই সফরের আগেই কর্নাটকে তাঁকে ঘেরাও করার পরিকল্পনা করা হয় বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ৩০ জন সম্ভাব্য হামলাকারীকে আটক করে কর্নাটক পুলিস। সেই পরিকল্পনা রুখে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিস। জানা গেছে, গ্রেফতার হওয়া ৩০ জনই কর্নাটক প্রদেশ কংগ্রেস কমিটির কিষান সেলের সদস্য।
দু’দিনের সফরে মোদী বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এই সফরে আন্তর্জাতিক যোগ দিবসে মাইসুরু প্রাসাদ চত্বরে মঙ্গলবার অংশ নেবেন মোদী। এছাড়া আরও বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেবেন তিনি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর। আম্বেদকর স্কুল অফ ইকনমিক্সেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বেঙ্গালুরু এবং মাইসুরুতে একটি জনসভাও করবেন নরেন্দ্র মোদী। এ ছাড়া রেলওয়ের বিভিন্ন প্রকল্প এবং জাতীয় সড়কের একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা আছে তাঁর। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানান, জনসভায় ভাষণ শেষে সন্ধ্যায় সুত্তুর মঠ এবং চামুন্ডি পাহাড় পরিদর্শন করবেন।