সরকারি স্কুলে বসতে চলেছে সিসিটিভি ক্যামেরা। এখানেই শেষ নয়, বাড়িতে বসে অভিভাবকরা দেখতে পাবেন তাঁদের ছেলেমেয়েদের। এমনকি যে কোনোরকম পরামর্শও দিতে পারবেন। এমন পরিষেবা আনতে চলেছে আরবিন্দ কেজরিওয়ালের সরকার।
সূত্রের খবর, আম আদমি পার্টি (এএপি) ২০১৯ সালে সমস্ত সরকারি স্কুলে সিসিটিভি ক্যামেরা বসানো এবং অভিভাবকদের ক্লাসরুমের লাইভ ফিড শেয়ার করার কথা ঘোষণা করেছিল।
সূত্রের খবর, পিডব্লিউডি শ্রেণিকক্ষ ও স্কুল নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করছে। এবং শ্রেণীকক্ষে সিসিটিভি বসানোর পরিকল্পনা করেছে। অভিভাবকদের সঙ্গে ফিড ভাগ করে নেওয়ারও একটি পরিকল্পনাও রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাদান ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার।
শিক্ষা বিভাগের পরিকল্পনা বলছে, অভিভাবকদের সঙ্গে লাইভ ফিড ভাগ করে নেওয়া হলে স্কুলের কার্যক্রম পরিষ্কার হবে তাতে। এবং তাঁদের বাচ্চারা কী অধ্যয়ন করছে তাও জানতে পারবেন।
কর্মকর্তারা জানিয়েছেন, লাইভ সিসিটিভি ভিডিও ফুটেজ পেতে অভিভাবকদের পৃথক আইডি এবং পাসওয়ার্ড সহ সুরক্ষিত লগইন শংসাপত্র দেওয়া হবে। পিডব্লিউডি তাদের সফ্টওয়্যারে শিক্ষার্থীদের বিশদ বিবরণ এবং অভিভাবকদের মোবাইল নম্বর আপডেট করবে। শুধুমাত্র সেই অভিভাবকদের লগইন শংসাপত্র প্রদান করা হবে, যাঁরা সম্মতি ফর্মে স্বাক্ষর করেছেন।