২৯ মার্চ, ২০২৪

Terrorist: ফের উরিতে হামলার ছক পাকিস্তানি জঙ্গিদের, নিহত তিন সন্ত্রাসী
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-26 10:02:03   Share:   

ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি একটি ভিডিও (Video) শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের (Jammu-Kashmir) উরিতে (Uri) নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে।

সেনা কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার উরি সেক্টরের কমলকোট এলাকায় মাদিয়ান নানক পোস্টের কাছে তিনজন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে ঢোকার চেষ্টা করেছিল। নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর ইলেকট্রনিক নজরদারি গ্যাজেট দ্বারা তাদের সনাক্ত করা হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করেন ভারতীয় সেনারা। ঘটনাস্থলে উপস্থিত ভারতীয় সেনা সদস্যরা হামলা চালানোর আগেই সতর্ক হয়ে যান। এরফলে জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। তাতে নিহত হয় জঙ্গিরা।

শ্রীনগর-ভিত্তিক পিআরও, প্রতিরক্ষা, কর্নেল এমরন মুসাভি বলেছেন, সন্ত্রাসীরা অনুপ্রবেশের জন্য ঘন গাছপালা, ঝরা পাতা এবং বৃষ্টিপাত এবং নিম্ন মেঘের আবরণ ব্যবহার করার আশা করছিল। কিন্তু তা কোনটাই সফল হয়নি।

উল্লেখ্য, গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়।  এছাড়া দুটি একে রাইফেল, একটি চাইনিজ এম-১৬ রাইফেল সহ অন্যান্য যুদ্ধের মতো স্টোর উদ্ধার করা হয়েছে।


Follow us on :