২৯ মার্চ, ২০২৪

Odisha: মহুয়া খেয়ে গভীর ঘুম হাতির পাল! ড্রাম বাজিয়ে হুঁশ ফেরালো বন দফতর
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-10 15:10:33   Share:   

মহুয়া খেয়ে ঘুমে মত্ত হাতির পাল (Elephants)। ঘুম ভাঙাতে নাজেহাল দশা গ্রামবাসীদের। শেষমেশ ড্রাম বাজিয়ে ঘুম ভাঙাতে হল বনদফতরের কর্মীদের। গ্রামবাসীরা এদিন মহুয়া (Mahua) সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিলেন। গিয়ে দেখেন একদল হাতি মহুয়া খেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হাজার চেষ্টা করেও ঘুম ভাঙাতে পারেননি গ্রামবাসীরা। বাধ্য হয়ে খবর দেন বন দফতরে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কেওনঝাড়ের শিলিপদ জঙ্গলে। ওই হাতির দলে ২৪টি হাতি ছিল। গ্রামবাসীরা জঙ্গলে মহুয়া সংগ্রহ করতে গিয়ে দেখেন, হাতিগুলি জঙ্গলে গভীর ঘুমে আচ্ছন্ন। আর সামনে রয়েছে মহুয়া ডোবানো জলের পাত্র। গ্রামবাসীদের দাবি, তাঁরাই গাছ থেকে মহুয়া তুলে বড় পাত্রের মধ্যে জলে ডুবিয়ে রেখে গিয়েছিলেন। আর সেটা খেয়েই নেশগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়েছে হাতির পাল।

স্থানীয় এক গ্রামবাসী জানান, ভোর ৬টা নাগাদ তাঁরা জঙ্গলে গিয়ে দেখেন মহুয়া ডুবিয়ে রাখা সমস্ত পাত্র ভেঙেচুরে গিয়েছে। এক ফোঁটা জলও আর নেই। হাতিগুলি সেখানেই শুয়ে ঘুমোচ্ছিল। আর গ্রামবাসীরা মনে করছেন  মহুয়া ভেজানো জল খেয়ে মত্ত হয়ে ঘুমোচ্ছে। এরপর বনদফতরের কর্মীরা এসে অনেক্ষণ ধরে চেষ্টা করেন। শেষমেশ সকাল ১০টা নাগাদ ড্রাম বাজিয়ে ঘুম ভাঙান। ঘুম ভাঙার পর হাতির পাল হেলতে-দুলতে আবার জঙ্গলের গভীরে ফিরে যায়। তবে বনদফতরের কর্মীরা বলেন, মহুয়া খেয়েও থাকতে পারে, আবার হয়তো গজ বাহিনী বিশ্রাম নিতেই জঙ্গলে এসেছিল।


Follow us on :