২৪ এপ্রিল, ২০২৪

Jhargram: সাতসকালে লোকালয়ে দলমার দাঁতালের ভিড়! তটস্থ স্থানীয়রা, সক্রিয় বন দফতর
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-27 12:54:34   Share:   

সাতসকালে ঝাড়গ্রামের (Jhargram) নলবনী এলাকায় দাপিয়ে বেড়াল দলমার (Dalma) দাঁতালরা। জনবহুল এলাকায় হাতির (Elephant) দল ঢুকে পড়ায় এলাকায় আতঙ্ক। যদিও জীবন ও ফসলহানি রুখতে সফল বন দফতর। বৃহস্পতিবার সকালে খাবারের সন্ধানে দলমার দাঁতালরা জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে।

স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা জানান, ওই হাতির দলটিতে প্রায় ৩০টি হাতি রয়েছে। লোকালয়ে রাস্তার উপর দাপিয়ে বেড়ায়। বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় দলমার দাঁতালের দলটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। শেষমেশ স্থানীয় বাসিন্দা ও বনদফতরের কর্মীদের প্রচেষ্টায় দাঁতালের দলটিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। প্রতিনিয়ত যেভাবে খাবারের সন্ধানে দলমার দাঁতালেরা জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে, তাতেই আতঙ্কিত হয়ে এলাকার বাসিন্দারা। ফলে বাসিন্দারা দিনের পর দিন ক্ষোভ প্রকাশ করেছে বন দফতরের বিরুদ্ধে। কবে হবে হাতির সমস্যার সমাধান তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঝাড়গ্ৰামবাসী?

এদিকে, দিন দশেক আগে হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল নয়াগ্রামে। ১৭ অক্টোবর সকালে গ্রামবাসীরা ধান জমিতে হাতিটিকে মৃত অবস্থায় পায়। এরপরই গ্রামবাসীরা ভিড় করতে থাকে সেখানে। ঘটনা জানতে পেরে বন দফতরের টিম (Forest department team) ঘটনাস্থলে পৌঁছয়। চিকিৎসক এসে নমুনা সংগ্রহের পর হাতিটিকে পোড়ানোর জন্য অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিল। এই ঘটনাও ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের।

জানা গিয়েছিল, যে হাতিটির মৃত্যু হয়েছে সেটা পূর্ণবয়স্ক। সেদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই গ্রামের বিড়িবাড়িয়া জঙ্গল লাগোয়া রঘুনাথপুর এলাকার চাষের জমিতে পূর্ণবয়স্ক হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পান।


Follow us on :