১৭ এপ্রিল, ২০২৪

Tweet: মাল নদীর দুর্ঘটনায় মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, আর্থিক অনুদান ঘোষণা
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-06 13:20:24   Share:   

বিসর্জনের ((Idol Immersion) সময় মালবাজারের (Malbazar Incident) হড়পা বানে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী (PM Modi) এবং মুখ্যমন্ত্রীর (CM Mamata)। নরেন্দ্র মোদীর দফতর পিএমও থেকে ট্যুইট করে লেখা, 'দুর্গাপুজোর আনন্দোৎসবের মধ্যেই জলপাইগুড়ির দুর্ঘটনায় মর্মাহত । যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁদের জানাই সমবেদনা।' পাশাপাশি মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে।'

একইভাবে মুখ্যমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে বলা, 'মাল নদীর দুর্ঘটনায় মৃতদের পরিবারকে জানাই সমবেদনা। এই সংকটের সময় তাঁরা লড়াইয়ের শক্তি পাক। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে ১৩ জন মাল হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এককালীন অনুদান এবং আহতদের ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।'

এদিকে দশমীর রাতের এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে প্রশাসনিক উদাসীনতাকে। উঠছে একাধিক প্রশ্ন। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও কেন সতর্ক হয়নি প্রশাসন? ভাসানের জন্য কেন একসঙ্গে এত মানুষকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল? হড়পা বান প্রবণ এই মাল নদী, জেনেও কেন ব্যবস্থা নেয়নি প্রশাসন? কেন প্রস্তুত ছিল না রিভার ট্রাফিক কন্ট্রোল? এই প্রশ্নগুলো এখন ঘুরেফিরে আসছে।


Follow us on :