২৫ এপ্রিল, ২০২৪

Modi:'দেশের মানুষের আশীর্বাদ মোদীর মাথায়, ওটাই আমার সুরক্ষাকবচ', দাবি প্রধানমন্ত্রীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-08 20:14:12   Share:   

আদানি ইস্যুতে (Adani Row) মোদী সরকারকে চাপে ফেলতে যখন বিরোধী শিবির কোমর বেঁধেছে, তখন দুর্নীতি প্রশ্ন পূর্বতন ইউপিএ সরকারকে (UPA Government) পাল্টা আক্রমণ নরেন্দ্র মোদীর (Narendra Modi)। বুধবার সূচি মেনেই রাষ্ট্রপতির ভাষণের উপর বলতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৪টে থেকে সোয়া ৫টা পর্যন্ত অর্থাৎ ৭৫ মিনিট সংসদে (Parliament) বক্তব্য রাখেন নরন্দ্র মোদী। তাঁর বক্তব্যের পুরো জুড়ে ছিল নিজের সরকারের ভূয়সী প্রশংসা এবং পূর্বসূরির সমালোচনা।

দুর্নীতি প্রশ্নে ইউপিএ সরকারকে বিঁধতে প্রধানমন্ত্রীর মন্তব্য, 'বড় বড় দুর্নীতি থেকে মুক্তি খুঁজছিল দেশ। আজ সেই সব দুর্নীতি থেকে দেশ মুক্ত। ইউপিএ আমলের শেষ ১০ বছর কাশ্মীর-কন্যাকুমারী পর্যন্ত শুধু সন্ত্রাসবাদী হামলা। সবাই ভয়ে ভয়ে থাকতেন। জম্মু-কাশ্মীর থেকে উত্তর-পূর্ব ভারত, সর্বত্র কেবল হিংসা আর হিংসার ঘটনা। আর ভারতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত।' কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী জানান, 'লোকসভায় মঙ্গলবার কয়েক জনের মন্তব্যের পর পুরো ইকো সিস্টেম নড়ে গিয়েছে। তাঁদের সমর্থকরাও উল্লসিত। আমিও গতকাল (পড়ুন মঙ্গলবার) দেখছিলাম। কয়েক জনের বক্তৃতার পর কিছু লোক খুশি হয়ে বলছেন, ইয়ে হুয়ি না বাত। হয়তো তাঁরা রাতে ভাল ঘুমিয়েছেন এবং আজ সময়ে ঘুম থেকে উঠতে পারেননি।' আদতে তাঁর এই মন্তব্যের উদ্দেশ্য যে পরোক্ষে রাহুল গান্ধী, বুঝতে ভুল করেনি ওয়াকিবহাল মহল।

এদিন প্রধানমন্ত্রীর দাবি, 'গত কয়েক বছরে একের পর এক উন্নয়ন হয়েছে দেশে। করোনা পরিস্থিতিতে বিশ্বের বেশির ভাগ দেশের অর্থনীতির যখন বেহাল দশা, সেই সময়েও ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে উঠে এসেছে। এটা কি গৌরবের নয়? আসলে কিছু মানুষ এমন ভাবে নিরাশায় ডুবে থাকেন যে, দেশের প্রগতির কোনও কিছুই তাঁদের চোখে পড়়ে না।'

নরেন্দ্র মোদীর সংযোজন, 'ইডি-কে ধন্যবাদ। ভোটাররা যা পারেননি, তা তারা করে দেখিয়েছে। তাদের জন্যই আজ বিরোধীরা এক মঞ্চে জড়ো হয়েছেন। গণতন্ত্রে সমালোচনা জরুরি এবং তা গঠনমূলক হওয়াই অভিপ্রেত। কিন্তু এখানে শুধু সেনাকে গালি, কেন্দ্রীয় এজেন্সিকে গালি, আরবিআইকে গালি দিচ্ছেন বিরোধীরা। শুনুন, মোদীর উপর দেশবাসীর ভরসা টিভি চ্যানেলে বসে হয়নি। খবর ছাপিয়েও হয়নি। দেশের জন্য তিনি লড়েছেন। দেশবাসীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিংড়ে দিয়েছেন নিজেকে। তাঁর উপর যেভাবে দেশবাসী ভরসা করেন, তা বিরোধীদের চিন্তাভাবনার বাইরে।' মোদী জানান, '১৪০ কোটি মানুষের আশীর্বাদ মোদীর মাথায় রয়েছে। ওটাই আমার সুরক্ষাকবচ। শুধু হার্ভার্ড নয়, বিশ্বের সমস্ত বড় বিশ্ববিদ্যালয় কংগ্রেসকে নিয়ে পড়াশোনা করবে।'


Follow us on :