২৫ এপ্রিল, ২০২৪

Modi: 'আমার হাতে মোবাইল দেখেন?', পরীক্ষা পে চর্চায় গেজেট নির্ভরতা কমাতে মোদীর পরামর্শ
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-27 19:12:33   Share:   

ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে নেটমাধ্যমের ব্যবহারের প্রথম সারিতে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। প্রধানমন্ত্রী বলেন যে, বৈদ্যুতিক গ্যাজেটের প্রতি তাঁর খুবই আকর্ষন রয়েছে। কিন্তু বৈদ্যুতিক যন্ত্রের অতিরিক্ত ব্যবহার মানুষকে ক্রীতদাসে পরিণত করছে। দিল্লিতে শুক্রবার প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের নিয়ে 'পরীক্ষা পে চর্চা' (Pariskha Pe Charcha) অনুষ্ঠানে মুখোমুখি হন। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, সব বাড়িতে একটা করে টেকনোলজি ফ্রি জোন রাখতে হবে। তিনি আরও বলেন, যে সকল জায়গাগুলি প্রযুক্তি বর্জিত সেখানে মোবাইল, কম্পিউটার-সহ সব ধরনের যন্ত্র ব্যবহার বন্ধ করার কথা বলেন। সারা দিনে কয়েক ঘন্টা প্রযুক্তি থেকে দূরে থাকার অভ্যাস করার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে তিনি নিজের কথা বলেন। তিনি বলেন "আমার হাতে কখনও মোবাইল দেখেছেন? কিন্তু সামাজিক মাধ্যমগুলিতে আমি খুব সক্রিয়। কিন্তু তার জন্য আমি নির্দিষ্ট সময়সূচি রেখেছি।" 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশম ও দ্বাদশ পরীক্ষার্থীদের ভরসা দেওয়ার জন্য এই ধরনের ভার্চুয়াল সভা আগেও করেন। 'পরীক্ষা পে চর্চা' এই কর্মসূচিতে যোগদানের জন্য সারা ভারত থেকে মোট ৩৮ লক্ষ পড়ুয়া নাম নথিভুক্ত করেন। এনসিআরটির তরফ থেকে জানানো হয়েছে ২০ লক্ষের উপর প্রশ্ন জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করা প্রশ্নগুলির উত্তর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।



Follow us on :