নূপুর শর্মাকে তিরস্কার সুপ্রিম কোর্টের। গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে নূপুর শর্মাকে, বলল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, তিনি ক্ষমা চেয়েছেন বটে, তবে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। তাও ক্ষমা চেয়েছেন শর্তসাপেক্ষে। তাঁর নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। কিন্তু সেই মামলায় নিজেই তিরস্কৃত হলেন। তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে বিভিন্ন রাজ্যের একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি কলকাতাতেও দুটি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। উদ্ভুত পরিস্থিতিতে নিজের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নূপুর শর্মা। সেই মামলাতেই নেত্রীকে ভর্ৎসনার মুখে পড়তে হল।
এদিন সুপ্রিম কোর্ট বলে, অশান্তির জন্য তিনিই দায়ী। বিচারপতি সূর্যকান্ত বলেন, দেশে এই মুহূর্তে যে অশান্তির আবহ, তা ওই মহিলা একা হাতে তৈরি করেছেন। তাঁকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বিচারপতি আরও বলেন, নিজে এক জন আইনজীবী হয়ে, এরকম করেছেন যা লজ্জার।
একইসঙ্গে দেশের শীর্ষ আদালত দিল্লি পুলিসকেও ভর্ৎসনা করেছে। নূপুর শর্মার বিরুদ্ধে প্রথম দায়ের হওয়া এফআইআরে তদন্তের কী কী অগ্রগতি হয়েছে, তা জিজ্ঞাসা করে সুপ্রিম কোর্ট। একজনকে গ্রেফতার করা হলেও, তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নিয়ে পুলিস কী ভূমিকা নিয়েছে? প্রশ্ন আদালতের।