২০ এপ্রিল, ২০২৪

Bihar: বিহারে 'ব্ল্যাকে' মদ বিক্রি বন্ধ করলেই আর্থিক পুরস্কার ঘোষণা নীতীশ কুমারের, জানুন কত
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-27 09:54:45   Share:   

ড্রাই স্টেট বিহার (Bihar) অর্থাৎ নিষিদ্ধ মদ বিক্রি। সরকারি এই নির্দেশিকা উপেক্ষা করেই রাজ্যে চলে ব্ল্যাকে মদ বিক্রি। পুলিসি (Police) ভাষায় যাকে বলে মদের কালোবাজারি, আর এই কাজে যুক্তদের জন্য বিশেষ বার্তা পাঠালেন বিহারের মুখ্যমন্ত্রী। নীতীশ কুমারের (Nitish Kumar) প্রস্তাব, মদের চোরাকারবারা ছেড়ে দিলে ১ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। শনিবার নেশামুক্তি দিবসে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (CM Nitish Kumar)।

এই প্রসঙ্গে উল্লেখ্য নীতীশ কুমারের আমলেই ২০১৬ সালে বিহারে মদ নিষিদ্ধ হয়েছে। আর তাঁর এই সিদ্ধান্তকে দু হাতে স্বাগত জানিয়েছিলেন রাজ্যের মহিলারা। সে সময় মুখ্যমন্ত্রী নীতীশ দাবি করেছিলেন, রাজ্যের মানুষকে সুস্থ ভবিষ্যৎ উপহার দিতে চান তিনি। তারপর কেটেছে ছ'বছর। বাংলার পড়শি এই রাজ্য  কি আদৌ মদমুক্ত হয়েছে? বিরোধীদের অভিযোগ, 'রমরমিয়ে চলছে মদের কালোবাজারি।' একেই চলতি ভাষায় ‘ব্ল্যাকে’ মদ বিক্রি বলে। এবার বিরোধীদের কথাই কি তাহলে মেনে নিলেন নীতীশ কুমার? 


Follow us on :