২৫ এপ্রিল, ২০২৪

Budget: ২০২৪-কে কেন্দ্র করে মুক্তহস্ত সীতারমন, কোন কোন খাতে বিশেষ নজর
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-01 12:41:12   Share:   

প্রসূন গুপ্ত: পয়লা ফেব্রুয়ারি মানেই বাজেট, মোদী সরকারের এটাই দস্তুর। এবার বাজেটে ধরেই নেওয়া হয়েছিল যে ২০২৪-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মুক্ত হস্তে এগোবে সরকার। আপাতত বেশ কিছু প্রকল্প ঘোষণায় কিছুটা তারই পূর্বাভাস। বাজেট প্রাথমিক ভাবে এই প্রকার:

১) কৃষি প্রধান ভারতবর্ষ কাজেই সর্বাধিক ভোটারও কৃষিকাজে লিপ্ত। সুতরাং কৃষি সমস্যা সমাধানে দৃঢ় পদক্ষেপ ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

২) নতুন প্রতিশ্রুতিতে কৃষি উন্নয়নে, ঘোষণা নির্মলার

৩) সদ্য করোনা বাতাবরণের পর ওষুধ উৎপাদনে জোর ছিল সরকারের এবারে ওষুধ উৎপাদন গবেষণায় জোর

৪) দেশের বিভিন্ন স্থানে নার্সিং কলেজ খোলার ঘোষণা

৫) শিশু শিক্ষাই প্রতিশ্রুতি,কাজেই তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি 

৬) পশুপালন এবং মৎস্য চাষে নতুন বরাদ্দ

৭) আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি 

৮) রেলে নতুন বরাদ্দ হচ্ছে 

৯) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জানানো হলো ৩৮ হাজার ৩৮০ শিক্ষক নিয়োগ হবে 

১০) কর্ণাটক রাজ্যকে বিশেষ সাহায্য, ৫,৩০০ কোটি টাকার সাহায্য দেওয়া হবে 

১১) ডিজিটাল ক্ষেত্রে প্যান কার্ডকেই মূল পরিচয়পত্র ধরা হবে

আগামী কয়েক বছরে ট্যাক্স থেকে মূল্যহ্রাসের বিষয়ে পরিষ্কার তথ্য না থাকলেও আভাস রয়েছে। এই বাজেটের লক্ষ্যই হচ্ছে ২০২৪-এর লোকসভা ভোটকেন্দ্রিক চমক। আগামী বছর লোকসভা ভোট কাজেই আগামী বছর বাজেট হবে অনির্দিষ্ট।

এ বছর বেশ কয়েকটি রাজ্যের বিধানসভার ভোট এবং এরপর মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, কর্ণাটক, রাজস্থান, তেলেঙ্গানা-সহ ৯ রাজ্যের ভোট। এই রাজ্যগুলির অধিকাংশই বিজেপির দখলে। তাই কেন্দ্রীয়ভাবে বিজেপির লক্ষ্য ছত্রিশগড়, রাজস্থান দখল নেওয়া, যেখানে বর্তমানে কংগ্রেস সরকার। অবশ্য একইসঙ্গে ধরে থাকা রাজ্যগুলিতেও ফিরতে বদ্ধপরিকর বিজেপি। কর্ণাটক সরকারের কাজে ওই রাজ্যের মানুষ খুশি নয়, সে কারণেই তাদের ৫,৩০০ কোটি টাকা সহযোগিতার প্রতিশ্রুতি দিলো সরকার।


Follow us on :