শ্রীলঙ্কায় গণবিক্ষোভ। রাজনৈতিক সংকটে শ্রীলঙ্কা। আর্থিকভাবে ধুঁকতে থাকা দ্বীপরাষ্ট্রের দৈন্য ক্রমশ বাড়ছে। তবে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে অর্থনৈতিক সংকটের হাত ধরেই। এবার পড়শি দেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার। উল্লেখ্য, ২০ জুলাই সেদেশে প্রেসিডেন্ট নির্বাচন।
প্রসঙ্গত, বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ জড়ো হয়ে কলম্বোয় বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকারি বাসভবনেও বিক্ষোভকারীরা হানা দেন। তবে বিক্ষোভকারীদের হামলার আগেই গোতাবায়া রাজাপক্ষে নিজের বাসভবন ছেড়ে পালিয়ে যান। পরে জানা যায় তিনি বিমানে মালদ্বীপ চলে যান। সেখান থেকে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন বৃহস্পতিবার। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। এর আগে, মে মাসে সাধারণ মানুষের বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মহিন্দা রাজাপক্ষে।
এই রাজনৈতিক ডামাডোলে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন অর্থাত ১৯ জুলাই সর্বদল বৈঠক ডাকল নয়াদিল্লি। উল্লেখ্য, দিন কয়েক আগে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, ভারত বরাবর শ্রীলঙ্কার পাশে। তাদের সাহায্যের চেষ্টা করা হচ্ছে। নাগরিকরা এখন সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।