১৯ এপ্রিল, ২০২৪

Bank: শনিবার থেকে আগামি চার দিন ব্যাঙ্ক বন্ধ! টানা ধর্মঘটের পথে কর্মী সংগঠন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-27 17:48:06   Share:   

একাধিক দাবিতে আগামী ৩০-৩১ জানুয়ারি ব্যাংক ধর্মঘটের (Bank Strike) সম্ভাবনা। একাধিক দাবি নিয়ে শুক্রবার বৈঠকে বসছেন সরকারি-বেসরকারি ব্যাংক কর্মচারী সংগঠন। ব্যাংক কর্মচারীদের একাধিক দাবি আদায়ে এর আগেও একাধিকবার ধর্মঘটের ডাক দিয়েছে কর্মচারী সংগঠনগুলি (Bank Employee Federation)। কেন্দ্রের তরফে সব দাবি না মানা হলে, আগামী দিনে ফের ধর্মঘটের পথেই হাটছে ব্যাংক কর্মচারী সংগঠনগুলি।

জানা গিয়েছে, সরকারের উপর চাপ তৈরিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিইউ) ৩০ জানুয়ারি থেকে ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, দু'দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের কারণে তাদের শাখায় ব্যাঙ্কিং পরিষেবা প্রভাবিত হতে পারে৷ জানা গিয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের দাবি গুলির মধ্যে অন্যতম: পাঁচ দিনের ব্যাঙ্কিং, পেনশন আপডেট, জাতীয় পেনশন সিস্টেম (এনপিএস) বাতিল করা, মজুরি সংশোধন, সব ক্যাডারে পর্যাপ্ত নিয়োগ ইত্যাদি। 

এ প্রসঙ্গে উল্লেখ্য, মাসের চতুর্থ শনিবার ২৮ তারিখ, ২৯ তারিখ রবিবার ব্যাঙ্ক বন্ধ। ৩০ এবং ৩১ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট কার্যকর হলে ফের সেই বুধবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি গ্রাহকরা ব্যাঙ্কিং পরিষেবা পাবেন। ফলে টানা চার দিন বড়সড় আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন সাধারণ মানুষ।


Follow us on :