বিচারপতি সম্মেলনে যোগ দিতে দিল্লিতে ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক মঞ্চে মুখোমুখি নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বিজ্ঞান ভবনে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন রয়েছে। সকাল ১০টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভাষণ দেবেন ভারতের প্রধান বিচারপতি ও এন ভি রমানা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। বিচারপতিদের এই সম্মেলনে মূলত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা হবে। এছাড়াও, বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বা তার প্রস্তাব দেওয়া হতে পারে এই সম্মেলনে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরেই রাজধানীতে পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দিল্লিতে পা দেওয়ার সঙ্গেই কি ২০২৪ সালের লোকসভা ভোটের মহড়া শুরু হতে চলেছে? এই নিয়ে রাজধানীর অলিন্দে জল্পনা তুঙ্গে। বিচারপতি সম্মেলনে রাজ্যগুলিতে বিচারপতির অভাবের কথা তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রীরা।