অবিরাম বৃষ্টিতে ভাসছে বাণিজ্য নগরী। একাধিক এলাকা জলমগ্ন। বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টির জেরে ব্যাহত মুম্বইয়ের লাইফ লাইন ট্রেন পরিষেবা। মধ্য রেলওয়ে লাইনের কুর্লা থেকে পারেল সেকশনের মধ্যে এবং পশ্চিম রেলওয়ে রুটে কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণেও প্রভাবিত হয়েছিল ট্রেন পরিষেবা৷ রাজপথে বাস সহ অন্যান্য যান চলাচল বিঘ্নিত। জমা জলে যানজটে নাকাল মানুষ।
সংবাদসংস্থা জানিয়েছে, অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি জলমগ্ন হয়েছে। কুরলা, চেম্বুর, দাদর, আন্ধেরিতে ভারী বৃষ্টির ফলে বিপাকে নগরজীবন। হিন্দমাতা, পারেল, হাজি আলি, গান্ধী মার্কেট, বান্দ্রা এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। কালবাদেবী ও সিয়ন এলাকায় দুটি বাড়ি ভেঙে পড়েছে বলে খবর মিলেছে। তবে কেউ হতাহত হননি।