এই মুহূর্তে ভারতের ধনকুবেরের (Billionaire) তালিকার সবথেকে উপরে নাম তুললেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। পিছিয়ে গেলেন গৌতম আদানি। বিশ্ব ক্রম তালিকায় এখন ৯ নম্বর ধনপতি রিলায়েন্স সংস্থার কর্ণধার। ফোর্বস রিয়েল টাইম (Forbes Real-Time) বিলিওনিয়র লিস্ট অনুযায়ী গৌতম আদানিকে ছাপিয়ে প্রথম স্থানে উঠে এসেছেন রিলায়েন্স (Reliance) গ্রুপের চেয়ারম্যান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৩.৭ বিলিয়ন ডলার। পাশাপাশি ৭৫.১ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্ব ক্রমতালিকায় ১৫তম স্থানে গৌতম আদানি।
ধনপতির ক্রম তালিকায় আদানির পতনের নেপথ্যে শেয়ারবাজারে গৌতম আদানির সংস্থার পতন। হিন্ডেনবার্গ রিপোর্ট এক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে বলে দাবি তাঁদের। যদিও সাময়িক পতনের পরে এখন ধীরে ধীরে বাজার ধরতে শুরু করেছে আদানি গ্রুপ। এই মুহূর্তে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী আদানি উইলমার এবং আদানি পোর্টের সূচক।
Mukesh Ambani overtakes Gautam Adani as the richest Indian in the world according to the Forbes Real-time Billionaires list. pic.twitter.com/fczk8MXtSq
— ANI (@ANI) February 1, 2023
তবে আদানির সংস্থার এবং ব্যক্তিগত সম্পদের সামগ্রিক এই পতনের জেরে নাকি এগিয়ে যেতে পেরেছেন মুকেশ আম্বানি। এমনটাই ফোর্বস ম্যাগাজিন সূত্রে খবর।