পারিবারিক অশান্তি (Family Dispute) যে কোন জায়গায় পৌঁছতে পারে এবং তার পরিণতিতে মানুষ যে কত বড় সিদ্ধান্ত নিমেষে নিয়ে ফেলতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) একটি ঘটনা। তবে এই ঘটনা আরও বেদনাদায়ক এই জায়গায় যে, নিজের চার সন্তানকে (Child) নিয়ে আত্মঘাতী হতে চাওয়া মা (Mother) প্রাণে বেঁচে গিয়েছেন। কিন্তু তিনি জীবন ফিরে পেয়েছেন আদরের চার সন্তানের বিনিময়ে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার। মাটিয়া নামের ৩২ বছর বয়স্ক এক মহিলা তাঁর চার সন্তানকে নিয়ে কুয়োয় (Well) ঝাঁপ দেন। আজমের জেলায় তাঁর বাড়ি। পরিবারে সেদিন ব্যাপক অশান্তি হয়েছিল বলে পুলিস জানতে পারে। আর জার জেরেই তিনি ওই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কুয়োর মধ্যেই ওই চার সন্তানের মৃত্যু হয়। এদের মধ্যে একজনের বয়স মাত্র এক মাস। বাকিদের বয়স ২২ মাস, ৩ বছর এবং ৪ বছর। শুক্রবার রাতেই তিনজনের দেহ উদ্ধার হয়। শনিবার সকালে একেবারে দুধের সন্তানের দেহটি পুলিস উদ্ধার করে। প্রতিটি দেহই পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
পুলিস প্রাথমিক তদন্তে জেনেছে, ওই গৃহবধূর স্বামী একজন কৃষিজীবী। এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিস স্বতঃপ্রণোদিতভাবেই গোটা ঘটনার তদন্তে নেমেছে।