ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোন 'বরুণ'-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের শেয়ার করা একটি ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীকে ড্রোনের প্রদর্শনী দেখতে দেখা গিয়েছে।
বরুণ, ভারতের প্রথম ড্রোন, যা যাত্রী বহন করতে পারে। এর পরিসীমা ২৫ কিমি। জানা গিয়েছে, ড্রোনটি ১৩০ কেজি লোড বহন করতে পারবে এবং ২৫-৩৩ মিনিট আকাশে থাকার ক্ষমতা রয়েছে।
Hon'ble PM @narendramodi at the demonstration of India's first drone that can carry human payload; #Varuna, which can carry a person inside & has a range of 25 km with a payload of 130kgs and 25-33 minutes of flight time.@JM_Scindia @Gen_VKSingh @AmberDubey_MoCA @dronefed pic.twitter.com/ic8ZSDsXHP
— MoCA_GoI (@MoCA_GoI) July 20, 2022
এই বছরের মে মাসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে একটি ড্রোন উৎসবের উদ্বোধন করেছিলেন। এবং বলেছিলেন, আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছেন তিনি। যা তাঁর স্বপ্ন ছিল একসময়। তিনি আরও বলেন, ভারতের প্রত্যেকের হাতে একটি স্মার্টফোন থাকা উচিত। প্রতিটি খামারে একটি ড্রোন থাকা উচিত এবং প্রতিটি বাড়ি সমৃদ্ধিতে ভরে উঠুক, এই আশা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, বর্তমান সরকার ড্রোন সহ প্রযুক্তির সাহায্যে পরিষেবার শেষ মাইল পর্যন্ত সরবরাহ নিশ্চিত করেছে।