২০ এপ্রিল, ২০২৪

Police: উত্তর প্রদেশে আইনের শাসন! জোড় হাতে থানায় আত্মসমর্পণ মেরঠের ওয়ান্টেড দুষ্কৃতীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-01 12:05:10   Share:   

ভবিষ্যতে কোনও অপরাধ করব না, এই মুচলেকা লিখে থানায় আত্মসমর্পণ এক দুষ্কৃতীর। মুচলেকা বললে ভুল হবে, রীতিমতো গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে হাতজোড় করে থানায় হাজিরা এক দুষ্কৃতীর। তারপরই তাকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিস। সূত্রের খবর, দুষ্কৃতীর নাম সৌরভ গিরি। মেরঠের পরীক্ষিতগড়ের ত্রাস হয়ে উঠেছিল অভিযুক্ত। সৌরভের নামে একাধিক মামলা ঝুলছে। দীর্ঘদিন ধরে সে ওয়ান্টেড পুলিসের খাতায়।

কিন্তু মঙ্গলবার আচমকাই থানায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে হাজির হয় সৌরভ। মুখে আতঙ্কের ছাপ, হাতজোড় করে নিজের অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী সৌরভ। যে দুষ্কৃতী ওয়ান্টেড, তাকে থানায় হাজিরা দিতে দেখে হতবাক পুলিসকর্মীরা।

মেরঠের পুলিশ সুপার জানান, 'সৌরভ গিরি নামে এক দুষ্কৃতী গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছে। তার নামে একাধিক মামলা রয়েছে। পুলিসের খাতায় ওয়ান্টেড। সে নিজে থেকেই আত্মসমর্পণ করেছে।' পুলিস সুপার আরও জানান, সৌরভের কাছে থেকে একটি পিস্তল, কার্তুজ উদ্ধার হয়েছে।


Follow us on :