LATEST NEWS
29 May, 2023

Spicejet: দুবাই পৌঁছতেই যান্ত্রিক ত্রুটি, ফের বিতর্কে স্পাইসজেট
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৭-১২ ১৯:১৬:০১   Share:   

বেশ কিছুদিন ধরেই স্পাইসজেটের বিমানে একের পর এক গোলযোগের খবর সামনে এসেছে।  সম্প্রতি স্পাইসজেটের একটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে করাচিতে অবতরণ করে বিমানটি। যথারীতি এই নিয়ে শুরু হয়ে যায় শোরগোল। ফের দুবাইগামী একটি স্পাইসজেটের বিমানে গণ্ডগোল দেখা দেওয়ায় আর দেশে ফেরা হল না।

বেঙ্গালুরু থেকে দুবাই গিয়ে সেখান থেকে যাত্রী নিয়ে ফের বেঙ্গালুরু ফেরার কথা ছিল বিমানটির। কিন্তু দুবাই পৌঁছাতেই যান্ত্রিক ত্রুটি নজরে আসে ইঞ্জিনিয়ারদের। বিমানটির সামনের দিকে চাকা বা নোজ হুইলটি স্বাভাবিকের তুলনায় একটু বেশি চাপা। এরপর কোনোরকম ঝুঁকি না নিয়েই যাত্রী নিয়ে বেঙ্গালুরু উড়ে যাওয়ার অনুমতি বাতিল করে দেন ইঞ্জিনিয়াররা।

Ad code goes here

যদিও স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, এতে যাত্রীদের খুব একটা অসুবিধের মুখে পড়তে হয়নি। খবর পাওয়া মাত্র একটি উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছিল দুবাইতে। অন্যদিকে, মঙ্গলবার ডিজিসিএ জানিয়েছে, তারা এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।

Ad code goes here

উল্লেখ্য, এই নিয়ে গত তিন মাসে স্পাইসজেটের বিমানে ১২টি যান্ত্রিক গোলযোগের ঘটনা ঘটল। যা সংস্থাটির বিমানের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।

Ad code goes here

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে স্পাইসজেট ফ্লাইটগুলির সঙ্গে জড়িত প্রযুক্তিগত ত্রুটির সাম্প্রতিক ঘটনাগুলিকে নজরে করে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জোর দিয়েছিলেন, যাত্রীদের নিরাপত্তা সর্বাগ্রে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, যাত্রী সুরক্ষায় বাধা সৃষ্টিকারী একটি ছোট ত্রুটিও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং অবশ্যই সংশোধন করা হবে।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :