মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসের পর আরও একটি ট্রেন মিতালী এক্সপ্রেস। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চালু হয়েছে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা। কিন্তু আগামী মাসে সাত দিনের জন্য সাময়িক ভাবে বন্ধ থাকছে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল। পূর্ব রেল জানিয়েছে , বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে আগামী ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রস ও কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। এবং আগামী ৬ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে নিউ জলপাইগুড়ি-ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস। অর্থাত মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেসের চাকা গড়াবে এই সাত দিন।
বাংলাদেশের তরফে জানানো হয়েছে ইদ উদ্যাপনের জন্য এই সিদ্ধান্ত।