২৪ এপ্রিল, ২০২৪

Ganga: বিশ্বের দীর্ঘতম জলপথে ভাসবে প্রমোদতরী 'গঙ্গা বিলাস'! বারানসী থেকে যাত্রার সূচনায় মোদী
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-13 16:57:53   Share:   

বারানসী থেকে বাংলাদেশ (Varanasi-Bangladesh) হয়ে ডিব্রুগড়, দীর্ঘ ৩২০০ কিমি এই জলপথে ভাসবে প্রমোদতরী। আর নিজের লোকসভা কেন্দ্র থেকে এই যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ৩২ জন সুইস নাগরিককে নিয়ে শুক্রবার 'গঙ্গা বিলাস' ভাসে বারানসীর গঙ্গায় (Ganga Cruise)। ভার্চুয়াল মাধ্যমে বারানসীর মুকুটে এই নতুন পালক জুড়ে দেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের বক্তৃতায় মোদী বলেন, 'গঙ্গা বিলাস ভারতের পর্যটনকে নতুন যুগে পৌঁছে দিল।' জানা গিয়েছে, নদীপথে দীর্ঘ এই যাত্রাপথ বিশ্বের আর কোথাও নেই।

জানা গিয়েছে, এই পথে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে মোট ২৭টি নদী এবং ৫০টি পর্যটনক্ষেত্রকে মিলিয়ে দেবে। এই প্রমোদতরী ছুঁয়ে যাবে বিশ্বের বৃহত্তম নদী-দ্বীপ মাজুলি, বৌদ্ধতীর্থ সারনাথ, সুন্দরবন ও কাজিরাঙা জাতীয় উদ্যানের মতো দর্শনীয় স্থান।


Follow us on :