২৫ এপ্রিল, ২০২৪

Assam: লোকালয়ে চিতাবাঘের হানা, ৩ বনকর্মীসহ আহত অন্তত ১৩ জন
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-27 17:35:23   Share:   

প্রায়শই লোকালয়ে হাতির হানার কথা শোনা যায়। এবার চিতাবাঘের হানায় ৩ বনকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে অসমের জোড়হাট জেলার চেনিজানে অবস্থিত রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের (ICFRE) আশেপাশে। জঙ্গল থেকে বেরিয়ে হঠাৎই সকলের উপর আক্রমণ করতে শুরু করে।

জোরহাটের পুলিস সুপার (এসপি) মোহন লাল মীনা বলেছেন, “চিতাবাঘের আক্রমণে মোট ১৩ জন, তিনজন বন বিভাগের কর্মী এবং ১০ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। আহত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর নয়। বন বিভাগের আধিকারিকরা এলাকায় উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পুলিস সুপার আরও জানান, জোড়হাটের রেনফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রায় ২০০ বিঘা বনভূমি রয়েছে। চিতাবাঘটি সেখান থেকে বেরিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। আক্রমণের পর এক লাফে চিতাবাঘটি জঙ্গলে চলে যায়। এখনও তার খোঁজ চালাচ্ছেন বনকর্মীরা।


Follow us on :