বৃষ্টির জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র। জলমগ্ন বাণিজ্যনগরীর একাধিক এলাকা। নাজেহাল সেখানকার মানুষ। এদিকে অতিভারী বৃষ্টির জেরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এবার ভয়াবহ ভূমিধসের কবলে পালঘর জেলার ভাসাই এলাকা। একাধিক ব্যক্তির চাপা পড়ার আশঙ্কায় উদ্ধারকারীরা। উদ্ধার করা হয়েছে দুজনকে। স্থানীয় সূত্রের খবর, ভূমিধসের কারণে এলাকার বহু বাড়িঘরের বিপুল ক্ষতি হয়েছে।
মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। শহরের বড় বড় রাস্তায় থমকে যানবাহন। আগামী ১৪ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তার মধ্যে কোলাপুর, পালঘর, নাসিক, পুণে এবং রত্নগিরি জেলায় সতর্কতা জারি করে মৌসম ভবন। বৃষ্টির ফলে নাসিকে গোদাবরী নদীর জলস্তর বেড়ে গিয়ে, উপকূলের অনেকগুলি মন্দির ডুবে গিয়েছে।
মহারাষ্ট্র রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ১০ জুলাই পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের ফলে মহারাষ্ট্রে ৭৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ৮৩৯টি বাড়ি। প্রায় শতাধিক গবাদি পশুরও মৃত্যু হয়েছে। পাশাপাশি আগামী তিন দিনের জন্য মুম্বইয়েও বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।