২০ এপ্রিল, ২০২৪

Landslide: জম্মু ও কাশ্মীরে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভূমিধস, মৃত ৪, আহত ৬
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-30 11:04:21   Share:   

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কিস্তওয়ার জেলার রাতলে (Ratle) জলবিদ্যুৎ প্রকল্পের (hydroelectric project) সুড়ঙ্গে ভূমিধস (landslide)। ঘটনাটি ঘটেছে শনিবার। ধসের ফলে ৪ জনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছেন ৬ জন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং (Dr Jitendra Singh)।

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারের ডেপুটি কমিশনার দেবাংশ যাদব বলেছেন, "উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। মোট ৪ জনের মৃতদেহ এবং ছয়জন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।" এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র শর্মা বলেছিলেন যে, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে নিযুক্ত প্রায় ৬ জনের একটি উদ্ধারকারী দলও ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছিল।

রাতলে জলবিদ্যুৎ প্রকল্প হল জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের কিস্তওয়ার জেলার চেনাব নদীর উপর একটি রান-অব-দ্য-রিভার প্রকল্প। ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত প্রকল্পটির জন্য আনুমানিক ব্যয় হয়েছে ৫২৮১.৯৪ কোটি টাকা। প্রকল্পটির জন্য ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং নির্মাণ) চুক্তি এই বছরের ১৮ সেপ্টেম্বর দেওয়া হয়েছিল।


Follow us on :