২৪ এপ্রিল, ২০২৪

Weather: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কোন কোন জেলা ভিজবে
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-15 12:13:26   Share:   

গরমের পর এবার কি তবে বৃষ্টির দেখা? চলতি সপ্তাহেই আবহাওয়ার বড় বদল হতে চলেছে বলে জানায় আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে আবহাওয়ার বেশ পরিবর্তন হতে চলেছে। যার ফলে পশ্চিমের অর্ধেক জেলাগুলি মেঘে ঢাকা থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, ঝড়ো হাওয়া প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত গোটা রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি বেশি হবে। বৃষ্টি আরও বাড়বে ১৫ মার্চ থেকে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। যার কারণে তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা। 


Follow us on :