২৪ এপ্রিল, ২০২৪

Delhi: দিল্লি-কাণ্ডে দুর্ঘটনার দিন কি মদ্যপ ছিলেন তরুণী? কী বলছে প্রাথমিক পিএম রিপোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-04 14:07:53   Share:   

দিল্লির গাড়ি দুর্ঘটনা-কাণ্ডে (Delhi Car Accident) মৃত তরুণী কি মদ্যপ ছিলেন? ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী মৃতার বান্ধবীর গলায় তেমন সুর। এদিকে অঞ্জলি সিংয়ের (Anjali Singh Case) প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে চাঞ্চল্য। খুলির হাড় ভেঙে যাওয়া, শিরদাঁড়ায় গভীর ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তাঁর। এমনটাই উল্লেখ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে (Post Mortem)। সম্প্রতি সংবাদমাধ্যমগুলিকে দেওয়া সাক্ষাৎকারে মৃতার বান্ধবীর দাবি, 'দুর্ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন অঞ্জলি। স্কুটি চালানো নিয়ে বচসায় জড়িয়েছিলেন আমার সঙ্গে। আমি ওকে স্কুটার চালাতে বারণ করলে জোরাজুরি করতে থাকে।' ফলে মাঝ রাস্তায় নেমে ওকেই স্কুটি চালাতে দিই। সাক্ষাৎকারে জানান মৃতার বান্ধবী।

এদিকে, অঞ্জলির প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে মদ্যপ থাকার বিষয় এখনও খোলসা করেনি পুলিস। অপরদিকে, দিল্লি কানঝাওয়ালা-কাণ্ডে নিহত অঞ্জলির ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, নিহত তরুণীর খুলি ভেঙে বেরিয়ে এসেছিল। শুধু তাই নয়, তাঁর মাথার হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পাঁজর ভেঙে গিয়ে বুক ফুঁড়ে পিছন দিক দিয়ে বেরিয়ে আসে। নিহতের মাথা ও শিরদাঁড়াতেও একাধিক আঘাতের চিহ্ন ছিল। ভেঙেছে বাঁ পায়ের থাইয়ের হাড়।

শুধু তাই নয়, দুর্ঘটনায় তাঁর দু’টি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। পুলিস সূত্রে খবর, অঞ্জলির দেহে অন্তত ৪০টি গুরুতর আঘাতের কথা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, অত্যাধিক রক্তক্ষরণ ও শকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। 


Follow us on :