২৬ এপ্রিল, ২০২৪

Weather: তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস, চৈত্রেই কি কাঠফাটা গরম
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-14 18:01:48   Share:   

মার্চের শুরুতেই তাপমাত্রা (Temperature) বেড়েছে। ফেব্রুয়ারির শেষ থেকে সূর্যের তেজ দেখা গিয়েছে। যার কারণে মার্চের শুরুতেই উষ্ণতা (Bengal Summer) বেড়েছে। দোলের দিনেও সূর্যের বেশ তাপ ছিল। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি বেশি। দিনে দিনে তাপ বাড়ার সঙ্গে সঙ্গে গরমটাও বাড়ছে। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, মার্চ থেকে টানা মে মাস পর্যন্ত কাঠফাটা গরম থাকবে বলে পূর্বাভাস। মার্চের শুরু থেকেই সূর্যের যে তীব্র দাপট দেখা যাচ্ছে,তা থেকেই বোঝা যাচ্ছে, যে দিন যত বাড়বে উষ্ণতাও ঠিক ততটাই বেড়ে যাবে। বেলা বাড়ার সঙ্গে গরমের তাপও বাড়ছে। এই গরম থেকে রেহাই পাওয়া এখনি সম্ভব নয়।

আপাতত্ বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতর সূত্রে খবর। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তাপমাত্রার হেরফেরের কারণে জ্বর-সর্দি-কাশির মতো নানা উপসর্গ দেখা যাচ্ছে। বিশেষ করে শিশুরা বেশি করে অসুস্থ হয়ে পড়ছে। এমনকি বয়স্করাও রেহাই পাচ্ছে না। আবহাওয়া এরকম হেরফেরের কারণে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা।


Follow us on :