২৫ এপ্রিল, ২০২৪

IED: সুগন্ধি বিস্ফোরকের বোতল-সহ উপত্যকায় আটক স্কুলশিক্ষক, কাশ্মীর পুলিসের বড় সাফল্য
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-04 10:10:28   Share:   

জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) একটি সুগন্ধি বিস্ফোরকের বোতল-সহ এক সরকারি স্কুলশিক্ষককে আটক করা হয়েছে। পুলিসের দাবি, জম্মুর (Jammu) রিয়াসী জেলার বাসিন্দা পেশায় শিক্ষক আরিফ সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। জম্মুর নারওয়াল সংলগ্ন এলাকায় ২১-শে জানুয়ারি যে জোড়া বিস্ফোরণে (Blast Incident) ৯ জন আহত হয়েছিল, তার তদন্ত করতে গিয়েই পুলিস আরিফকে গ্রেফতার করে। আরও জানা গিয়েছে, গত বছরের মে মাসে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে যে বাসটির উপর হামলায় ৪ জন নিহত হয়েছিল, সেই ঘটনাতেও যুক্ত ছিল আরিফ।

জম্মু কাশ্মীর পুলিস জানিয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই প্রথম এরকম বিস্ফোরক উদ্ধার করা হল। সুগন্ধি বিস্ফোরকের বোতলটি এমনভাবে তৈরি করা হয়েছিল,যা চাপা বা খোলার চেষ্টা করলে তা বিস্ফারিত হবে। জম্মু-কাশ্মীর পুলিস সুপার দিলবাগ সিং বলেছেন, সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে আরিফের সম্পর্ক রয়েছে। আরিফকে জেরা করে আরও নানা বিষয় খতিয়ে দেখবে পুলিস।


Follow us on :