২০ এপ্রিল, ২০২৪

Tiger: কানহায় ডিজের তিন সন্তানকে ঘিরে উন্মাদনা বাড়বে জঙ্গল সাফারির, বুক বাঁধছে বন দফতর
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-31 14:31:07   Share:   

মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র (Kanha Tiger Reserve) কেন্দ্রে গত নভেম্বরে বাঘিনী ডিজে ৫টি শাবক জন্ম দিয়েছিল, তারা সকলে এই মুহূর্তে সুস্থ। এই বাঘিনীর (Mother Tigress) বয়স যখন ৯ বছর,তখন সে মাতৃত্বের স্বাদ পায়। ব্যঘ্র কেন্দ্রের এক কর্তা এসকে সিং মঙ্গলবার এই সংবাদ প্রকাশ করেন। অল ইন্ডিয়া এস্টিমেশন ২০১৮-র রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একাধিক জঙ্গলে বাঘের সংখ্যা বাড়তি, সংখ্যাটা ৫০০ ছাড়িয়েছে। এই মুহুর্তে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প লাগোয়া এলাকায় খুশির আমেজ। ডিজের শাবকদের চোখের সামনে বড় হতে দেখছেন বনকর্তারা। এই সংখ্যাবৃদ্ধির জেরে কানহায় আগামিতে পর্যটক জমায়েত বাড়বে এমনটাই মত কেন্দ্রীয় বন মন্ত্রকের।

এ প্রসঙ্গে উল্লেখ্য, মধ্যপ্রদেশে কানহা ছারাও পেচ, বান্ধবগড়, সাতপুরা অনেকাংশে ব্যঘ্র প্রকল্প আছে। চলতি বছরের শুরুতেই ওড়িশার নন্দন কাননে এক সাদা বাঘিনী ৩টি শাবক জন্ম দিয়েছিল, ব্যাঘ্রশুমারি মোতাবেক ওড়িশায় মোট বাঘের সংখ্যা এখন ২৮। সাদা বাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার এভাবে বাড়ায় জঙ্গল সাফারির উপর আরও আকর্ষণ বাড়বে, এমনটাই মনে করছেন পশু বিশেষজ্ঞরা।


Follow us on :